। চিত্রম ডেস্ক ।
রাজধানীর পুরান ঢাকার নির্ধারিত এক বর্গ মাইল এলাকাবাসীর সমাজ-সংস্কৃতি, ধর্ম, আচার-আচরণ নিয়ে ভিন্ন ভিন্ন শিল্পকর্মের মাধ্যমের প্রদর্শনীর আয়োজন করেছে বৃত্ত আর্টস ট্রাস্ট। ‘এক বর্গ মাইল ঢাকা’ শীর্ষক এই প্রদর্শনী আগামী ২ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৮টি ভেন্যুতে ৪২ জন শিল্পীর বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হবে। ‘বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি’ নামে সমধিক প্রচলিত পুরান ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডলের ব্যাপকতা টের পাওয়া যায় এ নামটি থেকেই। সেন রাজার সময় পত্তন হওয়া এ অঞ্চলে একে একে এসেছে তুর্কি, আফগান, মুঘল, ফরাসি, পর্তুগিজ, আর্মেনিয়ান, বৃটিশ, পাকিস্তান আর সবশেষে বাংলাদেশ। সময়ের পালা বদলে আজো তার ছাপ রয়ে গেছে পুরান ঢাকার অলিগলিতে। এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন রাজার সময়ের ঢাকেশ্বেরী মন্দির, আরমেনিয়ান চার্চ, মুঘল প্রাসাদ আর সাহেবদের কুঠি। ‘মহল্লা’র সমাজব্যবস্থাতেও সেই মিশ্র সংস্কৃতি আর আচার আচরণের ছাপ এখনও বিদ্যমান। আয়োজকরা জানান, পুরান ঢাকার বিস্তৃত এই জীবনচিত্রকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে ফটোগ্রাফি, ভিডিও, আলো, শব্দ এবং ইন্সটলেশন। এছাড়াও গবেষণাকর্ম, পারফরমেন্স আর্ট এর প্রদর্শনীও থাকছে। পুরান ঢাকাবাসীর যাপিত জীবন এবং এ সম্পর্কে শিল্পী ও সমাজের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন থাকবে এই কাজগুলোতে এমনটি আশা করছেন আয়োজকরা।
Warning: Trying to access array offset on value of type bool in /home8/amjahcom/public_html/wp-content/themes/photology-themes/lib/common-function.php on line 907
No Comments