।নূসরাত জাহান। ইরান ভিত্তিক এ পুরস্কারের পুরো নাম কুশক আর্টিস্ট রেসিডেন্স অ্যাওয়ার্ড, সংক্ষেপে ‘কারা’। এবার কারা-২০১৫ পুরস্কারের জন্য বিশ্বের সকল প্রান্ত থেকে শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল, ২০১৫। বাছাইকৃতদের তালিকা প্রকাশ হবে ৩০ এপ্রিল।
ভিজুয়াল আর্ট, ড্রামাটিক আর্ট, মিউজিক ও সিনেমার শিল্পীদের জন্য এটি একটি আবাসিক আয়োজন। বাছাইকৃত শিল্পীরা যাবেন ইরানের তেহরানে। সবাই সবার সঙ্গে বিনিময় করবেন আইডিয়া, ধারণা, এমনকি টেকনিকও।
প্রতিযোগীদের যাওয়ার বিমানভাড়া থেকে শুরু করে তেহরানে থাকা-খাওয়ার সমস্ত ব্যয়ভার কুশক কর্তৃপক্ষই বহন করবে। আর উপরি পাওনা হিসেবে চার শিল্পী পাবেন শৈল্পিক একটি পরিবেশে এক মাস থাকার সুযোগ।
তেহরানের স্থানীয় শিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন চারটি বিভাগে চূড়ান্তভাবে মনোনীত চার শিল্পী। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আবেদনপত্র যাচাই করবেন পাঁচ সদস্যের একটি জুরি বোর্ড।
নিবন্ধনের শর্ত:
শিল্পীর বয়স হতে হবে ৪০-এর কম।
অনলাইনে আবেদনপত্রের সঙ্গে যা যা দিতে হবে
- ব্যক্তিগত তথ্যাদি
- সিভি
- দুটি রেফারেন্স
- শিল্পীর বক্তব্য
- প্রেষণা পত্র (মটিভেশন লেটার)
- প্রস্তাব
- কাজের নমুনা
শিল্পীর ব্যক্তিগত তথ্যের গুরুত্ব ও কাজের নমুনা দেখেই মূলত জুরিরা সিদ্ধান্ত নেবেন কাকে এই রেসিডেন্সি অ্যাওয়ার্ড দেওয়া যায়। এক্ষেত্রে শিল্পীকে তার ব্যক্তিগত তথ্য, তার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যার বর্ণনাতেও যত্নশীল হতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে নতুন কী করতে যাচ্ছেন সে সংক্রান্ত প্রস্তাবনা ও নিজের লক্ষ্যের বর্ণনায়। দুটোই যেন স্পষ্ট হয়। সৃজনশীলতা দেখাতে হবে বর্ণনা ও ভাষাশৈলীতেও।
আবেদন করতে এই সাইটে – www.kooshkresidency.com/award-application-form. কোনও ধরনের প্রিন্ট করা আবেদন বা ইমেইল গ্রহণযোগ্য নয়।
No Comments