।মাহমুদ আলম সৈকত। ফরাসী ইমপ্রেশনিস্ট শিল্পী ক্লদ মোনে’র ছয়টি চিত্রকর্ম নিউইয়র্কের ‘স্প্রিংআর্ট অকশন’ এ তোলা হচ্ছে; যার দাম ৭৮ মিলিয়ন ডলার থেকে ১১০ মিলিয়ন ডলারপর্যন্ত উঠতে পারে, তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক শিল্প সংগ্রাহক ও নিলামঘর সথেবি।
৫ মে ২০১৫ থেকে শুরু হতে যাওয়া এই নিলামে থাকছে মোনে’র পাঁচ দশকব্যাপি আঁকা ইমপ্রেশনিস্ট ও আধুনিক ঘরানার বেশ কিছু ছবি। যার প্রায় সবগুলোই দীর্ঘদিন ধরে বিভিন্নজনের ব্যক্তিগত সংগ্রহেই ছিলো। নিলামঘরটি সবচে বেশি দামে যে চিত্রকর্মটি হাতছাড়া করবার আশা করছে, সেটি শিল্পীর ১৯০৫ সালে আঁকা ‘ওয়াটার লিলি’ সিরিজের ছবি। প্রায় ৩০ থেকে ৪৫মিলিয়ন ডলার দাম উঠবার সম্ভাবনা রয়েছে ছবিটির। ১৯৫৫ সালে ছবিটি বর্তমান সংগ্রাহকের কাছে আসার আগে এটি সংগৃহীত ছিল সুইডিশ সংগ্রাহক এমিল এবং এলমাস্টব-টেরলিন্ডেন এর কাছে।
১৯০৮ সালে আঁকা, ভ্যানিসের গ্র্যান্ড ক্যানাল এবং পালাজো দুকাল-এর দৃশ্যপটের ছবিটি বিক্রি হতে পারে ১৫ থেকে ২০ মিলিয়ন ডলারে। ছবিটি বিখ্যাত সংগ্রাহক জ্যাকব গোল্ডস্মিথ এর সংগ্রহে ছিলো, যা নাৎসি বাহিনী বাজেয়াপ্ত ঘোষণা করে তাদের কব্জায় নিয়ে নেয়, যদিও ১৯৬০-এ তাঁর পুত্র এটি পুনরায় উদ্ধার করেন।
বাকি চারটি ছবি আনুমানিক ৩ থেকে ১৮ মিলিয়ন ডলারে হাত বদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরও মোনে’র ১৮টি শিল্পকর্মের নিলাম করেছিলো সথেবি যা ১৯০.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ওই একই নিলামে, ১৯০৬ সালে আঁকা ‘ওয়াটারলিলি’ সিরিজের আরেকটি ছবি বিক্রি হয়েছিলো ৫৪.১ মিলিয়ন ডলার। গত ফেব্রুয়ারিতেও লন্ডনে ক্লদ মোনে’র ৫টি শিল্পকর্মের নিলাম করেছে সথেবি যা থেকে আয় হয়েছে ৮৩.৮ মিলিয়ন ডলার। শিল্পী মোনে’র এখনও পর্যন্ত সর্বাধিক অংকে বিক্রিত হওয়া ছবিটি হচ্ছে ১৯১৯-এ আঁকা ‘ওয়াটার লিলি পন্ড’। ছবিটি ২০০৮ সালে ৮৪.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
No Comments