।।নূসরাত জাহান।।
স্মরণকালের সেরা দামি ছবির তালিকায় এবার সবার আগে চলে গেলেন ফরাসি শিল্পী পল গঁগা। ৩০ কোটি ডলারে বিক্রি হলো ‘নাফিয়া পা ইপোইপো’ অর্থাৎ ‘উইল ইউ ম্যারি মি’ নামের ছবিটি। তাহিতি দ্বীপবাসিনী দুই নারীর ছবি এটি। জানা গেছে কাতারের একটি মিউজিয়াম কিনেছে ছবিটি।
সুইস সংগ্রাহক রুডলফ স্তায়েচলিন মালিকানায় ছিল ছবিটি। ১৮৯২ সালে আঁকা এই ছবিটি বাসেলের সংগ্রাহক রুলফ স্টেইচলিনের কাছে ছিল। তিনি আবার ছবিটি দিয়ে রেখেছিলেন বাসেল শহরের কুনুৎসমিউজিয়াম নামের একটি সংগ্রহশালায়। ওদের সঙ্গে চুক্তিতে বনিবনা না হওয়াতেই বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।
ক্রেতার নাম পরিচয় প্রকাশ না করলেও ক্রেতা হিসেবে তেলসমৃদ্ধ কাতারের বিষয়ে সন্দেহ পোষণ করছে না কেউ। কারণ সাম্প্রতিক সময়ে কাতারের ক্ষমতাসীন শেখ পরিবারকে পশ্চিমা শিল্পকর্মের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে দেখা গেছে। এমনকি গতবছর শিল্পকর্ম সংগ্রহের পেছনে কাতারের সাবেক সংস্কৃতি মন্ত্রী শেখ সউদ বিন মোহাম্মদ আল থানি ১০০ কোটি ডলার খরচ করেছিলেন।
No Comments