Warning: Trying to access array offset on value of type bool in /home8/amjahcom/public_html/wp-content/themes/photology-themes/lib/common-function.php on line 907
by Amjad Akash, March 23, 2015 , In Graphic Design

ছবির ভেতর লুকানো কথা

[metaslider id=978]

Primavera (Spring) 1477-1478 by Sandro Botticelli (1445-1510). Italian painter. Tempera on panel.

।নূসরাত জাহান।

ছবি এমনিতেই অনেক কথা বলে। কিন্তু শিল্পীরা চান তাদের ছবি আরও কিছু বলুক। বিশেষ করে যে শিল্পীরা বিশ্বাস করেন রহস্য মানেই সুন্দর, তাদের ছবিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক না বলা কথা। তেমনি কিছু ছবি নিয়েই এ আয়োজন।

নিকোলাস পুশিন, এট ইন আর্কাদিও ইগো

একদল প্রাচীন গ্রিক মেষপালক জড়ো হয়েছে একটি সমাধিতে। যাতে লেখা এট ইন আর্কাদিও ইগো। বাংলা করলে দাঁড়ায়, “এমনকি আর্কাদিয়াতে আমি আছি”। এই কথাটাই মাথা ঘুরিয়ে দিয়েছে তাবৎ শিল্পবোদ্ধার। কেউ বললেন দক্ষিণ ফ্রান্সের একটি গুপ্তধনের নির্দেশনা আছে এতে। কেননা এখানেই যিশুর সঙ্গে ম্যারি ম্যাগডানেল থাকতেন বলে কথিত আছে।

জন ভন আইক, দ্য আরনোলফিনি পোর্ট্রেট

প্রায়ই বিখ্যাত কোনও জায়গায় কেউ ঘুরতে গেলে সেখানে পদচিহ্ন বা স্বাক্ষর রেখে যাওয়ার বাতিক আছে অনেকের। শিল্পীরাও এর ব্যতিক্রম নন। জ্যাকসন পোলকও তার একটি বিমূর্ত ছবিতে রঙের রেখা টেনে এঁকে দেন নিজের স্বাক্ষর। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে থাকা ছবিটির মধ্যে শিল্পী জন ভন আইকও কৌশলে তার উপস্থি‌‌‌তি রেখে গেছেন এ ছবিতে। আরনোলফিনি’র পেছনের দেয়ালে গুটি গুটি অক্ষরে লেখা আছে, ‘জন ভন আইক ওয়াজ হিয়ার, ১৪৩৪’। এমনকি দেয়ালে ঝোলানো আয়নাটাকে আতশ কাচের নিচে ধরতেই বেরিয়ে এলো শিল্পীর প্রতিচ্ছবি!

লিওনার্দো দা ভিঞ্চি, দ্য লাস্ট সাপার

এত বিখ্যাত একটা ছবি, আর রহস্য থাকবে না, তা কি হয়। এই ছবির রহস্য নিয়ে তো সিনেমাও হয়ে গেল (দা ভিঞ্চি কোড)। ছবির চরিত্রগুলো নিয়ে অনেকে অনেক কিছু বললেও ভ্যাটিক্যান গবেষক সাবরিনা ফোরজা জানালেন অন্য কিছু। ছবিটিতে খ্রিস্টের মাথা বরাবর পেছন দিকে থাকা অর্ধচন্দ্রাকার জানালার মানে বের করেছেন তিনি। এতে নাকি একটি মহাপ্লাবনের ইঙ্গিত দিয়েছিলেন ভিঞ্চি। যা ঘটবে ৪০০৬ সালের ২১ মার্চ।

তিতিয়ান, পোপ পল থ্রি অ্যান্ড হিজ গ্রান্ডসনস

ইতালির নেপলসে থাকা ছবিটির দিকে ভালো করে তাকালেই বেরিয়ে আসবে লুকানো অর্থ। পোপের সঙ্গে তার দুই দৌহিত্র্য ওত্তাভিও ও আলেজান্দ্রোর বাজে সম্পর্কটাই ধরা পড়বে এতে। বয়স ও সমালোচনার ভারে পোপের ন্যুব্জ হয়ে থাকা ও তার আসনের প্রতি দুজনের লোভটাকেই তুলে আনতে চেয়েছিলেন তিতিয়ান।

সান্দ্রো বত্তিচেল্লি, প্রাইমাভেরা

আপাতদৃষ্টে একদল নারীর সৌন্দর্য আর উল্লাসের উদযাপন ধরা পড়লেও এ ছবি উদ্যানতত্ত্ববিদদের কাছেও আকর্ষণীয়। কারণ এই একটি ছবিতেই রয়েছে প্রায় ৫০০ প্রজাতির ফুলের নমুনা। আবার কারো মতে, এ ছবিতে রোমের ওই সময়কার শাসক মেদিচি পরিবারের হত্যার ষড়যন্ত্রের ইঙ্গিতও আছে।

হ্যান্স হলবেইন দ্য ইয়ংগার, দ্য অ্যাম্বাসেডর

ছবির অলিগলি লুকানো কিছু নেই। আছে একেবারে চোখের সামনেই। তবে সেটা দেখতে হলে ছবিটাকে বিশেষ কায়দায় ঘোরাতে হবে। তাকাতে হবে এক পাশ থেকে। তাহলেই বোঝা যাবে নিচের মেঝেতে আড়াআড়ি ঝাপসা হয়ে থাকা রঙটা আসলে একটা কঙ্কাল। ছবিটাকে ঝোলানোর পরিকল্পনা ছিল একটা সিঁড়ির পাশের দেয়ালে। যাতে ওঠার সময় ছবিতে চোখ পড়তেই কঙ্কালটা স্পষ্ট দেখা যায়। ওই সময় ছবির মাধ্যমে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। এ কারণেই এত কারিগরি ফলানো হয়েছে।

জোহানেস ভারমির, দ্য মিউজিক লেসন

লন্ডনের রয়্যাল কালেকশনে থাকা ভারমিরের ছবিটিতে একটা টেনশন আছে। মেয়েটার চেহারা সরাসরি দেখা না গেলেও সামনের আয়নায় ঠিকই দেখা যাচ্ছে। আড়চোখে সে তার পিয়ানো শিক্ষকের দিকে তাকিয়ে আছে। আর সেই দৃষ্টিতে আছে অস্বস্তির ছাপ। মেয়েটা যে পিয়ানো বাজাচ্ছে ওটার নাম ভার্জিনাল। সতীত্বের প্রতীক ধরা হয় ওই বাদ্যযন্ত্রটাকে।

মিকেলেঞ্জেলো, সিস্টিন চ্যাপেল

ষোড়ক শতকে এর মতো আর কোনও কাজ হয়নি। আর এত বড় কাজে মিকেলেঞ্জেলো কোনও ধাঁধা জুড়ে দেবেন না, তাও হতে পারে না। জেনেসিস থেকে নেওয়া ৯টি পর্ব রয়েছে এতে। আবার চরিত্রগুলো পোজ দিয়েছে হিব্রু বর্ণমালার আদলে। যার আরেক নাম কাবালিস্টিক ম্যাসেজ। শিল্পের মাধ্যমে আক্ষরিক অর্থেই এক ছাদের তলায় নিয়ে এসেছেন ক্যাথলিসিজম ও জুদাইজমকে।

জোর্জিওনি, দ্য টেম্পেস্ট

বিশ্বের বেশ ধাঁধাওয়ালা ছবিগুলোর মধ্যে একটি। অজস্র মানে বের করা হয়েছে ছবিটির। প্রায় নগ্ন নারীটা তার কোলের শিশুর প্রতি উদাসীন। পাশের লোকটাও যেন অন্য জগতের। না সৈনিক, না ভবঘুরে। দূরের শহরটা ভেনিস। বজ্রপাত দিয়ে সম্ভবত ঈশ্বরের অভিশাপই বোঝাতে চে‌‌‌য়েছেন। বহুদূরে একটা ঘরের ছাদের ওপর দাঁড়িয়ে থাকা একটা সাদা পাখিও কীসের যেন ইঙ্গিত করে।

 

No Comments


Leave a Reply

Your email address will not be published Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*