।লৌকিক সৈয়দ । গত ২৩-২৭ জানুয়ারি পর্যন্ত নগরীর ধানমন্ডিস্থ ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়ে গেল ৫ দিনব্যাপী ‘DAG’ (ঢাকা আর্টিস্ট গ্রুপ)-এর প্রদর্শনী। ‘এক্সপ্লোরিং ডাইভারস মিডিয়ামস’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন এবং অন্যদিন এর সম্পাদক মাজহারুল ইসলাম। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন রেজাউন নবী, মো. জাহির হোসেন, জামান মোহাম্মদ ফারুকুজ্জামান, মো. মাহবুবুল ইসলাম বাবু, দেবাশিষ পাল, মো. আনিসুজ্জামান আনিস, রাজুউল ইসলাম লাভলু, শাহীন আক্তার লিপি, মো. আব্দুল আজিজ, এম এম মাঈজুদ্দিন, ফাহমিদা খাতুন, তেজস হালদার যশ।
No Comments