[metaslider id=802]
নির্বাসিত নারীবাদী লেখক তসলিমা নাসরিন চমৎকার ছবিও আঁকেন। তবে তা নেহায়েত শখের বশেই। শখের বশে ছবি আঁকলেও তার আঁকা ছবি নিয়ে বছর কয়েক আগে, ভারতে প্রদর্শনীও হয়ে গেছে। তসলিমা যখন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে সুইডেন, ফ্রান্সে যাযাবর দিনযাপন করছিলেন তখনও ছবি এঁকেছেন। যখন গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছিল এক স্থান থেকে অন্য স্থানে, তখন শিল্পী শামীম সিকদারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন কদিনের জন্য। সেখানে লুকিয়ে থাকা অবস্থায়ও তার ছবি আঁকার বর্ণনা তিনি নিজেইে দিয়েছেন ‘সেই সব অন্ধকার’ বইটিতে। দিল্লীর যে বাড়িটিতে তসলিমা থাকেন, সেখানে তার নিজের আঁকা কিছু ছবি চিত্রম পাঠকের জন্য। উল্লেখ্য দুনিয়ার অনেক খ্যাতিমান লেখকই ভালো ছবি আঁকতে পারতেন। সেই তালিকায় আমাদের জনপ্রিয় কথা সাহ্যিতিক হূমায়ূন আহমেদও ছিলেন। জনপ্রিয় লেখক তসলিমা নাসরিনের আঁকা এই ছবিগুলো চিত্রম পাঠকদের আনন্দ দেবে নিশ্চয়ই।
Vary nice