।চিত্রম ডেস্ক। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে শিল্পী মাহবুবুর রহমানের একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’ শীর্ষক ৩ সপ্তাহব্যাপী এই প্রদর্শনী ১১ এপ্রিল যৌথভাবে উদ্বোধন করেছেন বরেণ্য লেখক সৈয়দ শামসুল হক এবং চিত্রশিল্পী শহীদ কবির।
এই প্রদর্শনী শিল্পী মাহবুবুর রহমানের বহুরূপী প্রচেষ্টার এক প্রয়াস। চারকোল ড্রয়িং থেকে শুরু করে শব্দ ও আলো ব্যবহার করে নানা শিল্পজাত বস্তু তৈরী, জটিল স্থাপনা শিল্প- এ সবই শিল্পীর শিল্পমননের ব্যতিক্রমধর্মী অনুসন্ধানেরই বহিঃপ্রকাশ।
নতুন ও পুরনো শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী একটি ভিন্নমাত্রার আয়োজন। উল্লেখ্য, মাহবুবুর রহমানের ‘I was told to say these words’ শীর্ষক আলোচিত শিল্পকর্মটি ২০১১ সালে ভেনিস বিয়েনাল-এ প্রদর্শিত হয়েছিল, এটি প্রথমবারের মত বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।
১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রশিল্পে স্নাতক ডিগ্রী লাভের পর থেকেই শিল্পী মাহবুবুর রহমান তাঁর শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের শিল্পচর্চার চিরাচরিত ধারাকে পুনঃসংজ্ঞায়িত করার চর্চা শুরু করেন। পাঠ্যক্রমের গতানুগতিক ধারাকে ভেঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিশ্র-মাধ্যমের একজন অগ্রগামী শিল্পী হিসেবে।
প্রদর্শনীটি আগামী ২মে পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
No Comments