[metaslider id=592]
সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে শুরু হলো নবীন শিল্পী ওয়ারিয়র রহমান সামির একক প্রদর্শনী ‘ভয়াজ অব নেচার’। তিনি সম্প্রতি চীন থেকে জলরং বিষয়ে উচ্চতর শিক্ষা নিয়ে দেশে এসেছেন। শিল্পাঙ্গনে এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী।
জলরং বাংলাদেশের চিত্রশিল্পে বহুল আলোচিত ও প্রশংসিত। সেই ধারায় গ্যালারি শিল্পাঙ্গন এই নবীন শিল্পীর বিকাশের লক্ষে এই জলরং চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে।
শিল্পাঙ্গনে সামির প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পসমালোচক ও লেখক মইনুদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন স্থপতি মুস্তফা খালিদ। বক্তব্য রাখেন শিল্পী রশিদ আমিন। শিল্পাঙ্গনে শিল্পী ওয়ারিয়র রহমান সামির এই প্রদর্শনী চলবে ২ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী উন্মোক্ত থাকবে।
No Comments