। লৌকিক সৈয়দ ।
ঢাকাবাসী অনেকদিন এমন আসাধারন কিছু প্রত্যক্ষ করেনি! অনাড়ম্বর, কিন্তু আকর্ষণীয় গ্যালারি প্রদর্শনী, জাতীয় এবং আন্তর্জাতিকমানের আলোকচিত্রীদের পরিচালনায় আলোচনা, ভ্রাম্যমাণ প্রদর্শনী- গত দুই সপ্তাহ ধরে অষ্টমবারের মতো ছবি মেলা ঢাকাকে এসবকিছু দিয়েই সাজিয়ে তুলেছিল এর নিজস্বতায়!
গত ২৩ জানুয়ারিতে শুরু হওয়া এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো ৪ ফেব্রুয়ারি! এবারের ছবি মেলার বিষয় ‘অন্তরঙ্গ’, অংশগ্রহণ করেছেন ছাব্বিশজন বিদেশী এবং বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রী। এবার উৎসবে ছিল ৩২টি প্রিন্ট প্রদর্শনী এবং একটি ভিডিও প্রজেকশন, আর ছিল শিল্পীদের অংশগ্রহণে ইন্সটলেশন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৬টি গ্যালারি, দৃকের দুইটি গ্যালারি, আলিয়াঁস ফ্রাসেঁজ, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট, জাতীয় জাদুঘর, বকুলতলা, বৃত্ত আর্টস ট্রাস্ট, বিউটি বোর্ডিং, নর্থব্রুক হল (লাল কুঠি), বুলবুল ললিতকলা একাডেমি- এবারের প্রদর্শনীগুলো হচ্ছে এসব দৃষ্টিনন্দন এবং স্বনামে পরিচিত স্থানগুলোতে। আর রিকশাভ্যানে করে প্রদর্শনীর ছোটো ভার্সনগুলো তো বরাবরের মতো শহরময় ঘুরছেই, গ্যালারি থেকে প্রদর্শনীকে ঘুরিয়ে বেড়াচ্ছে পথে পথে, নিয়ে যাচ্ছে সর্বস্তরের মানুষের কাছে। এ বছর চারুকলার বকুলতলা, বুলবুল ললিতকলা একাডেমি কিংবা বিউটি বোর্ডিং- এর মতো জায়গাগুলোতে প্রদর্শনীর মাধ্যমে আলোকচিত্রকে সর্বগামী করে তোলার একটি প্রয়াস চালানো হয়েছে। এবং স্থান নির্বিশেষে ছবি মেলাও হয়েছে আরও বিস্তৃত। ছবি মেলা ৮-এর সবগুলো প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত। এ বছর ছবি মেলা ৮ কিংবদন্তি আলোকচিত্রী আনোয়ার হোসেনকে বাংলাদেশের আলোকচিত্র জগতে তাঁর অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেছে। ছবি মেলা ৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এই পুরস্কার আনোয়ার হোসেনের হাতে তুলে দেন।
প্রদর্শনী ছাড়াও আরো আয়োজনের মধ্যে ছিল গ্যাটে ইন্সটিটিউটে লেকচার, প্যানেল ডিসকাশন, আর্টিস্ট টক, গ্যালারি ওয়াক, ওয়ার্কশপ ও পোর্টফোলিও রিভিউ। এসব আয়োজনের বেশিরভাগই বিশ্বব্যাপী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারিত হয়েছে। ধারণকৃত এসব আয়োজনগুলো দেখা যাবে পযড়নরসবষধ.ড়ৎম/ষরাব- এই ঠিকানায়। দুই সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে দৃক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট। ইভেন্ট চলবে আগামীকাল রাত ৮টা পর্যন্ত।
No Comments