।নূসরাত জাহান। চলতি দশকে শিল্পজগতের সম্ভাবনার সাল ২০১৪। সংখ্যাটা আশা দেখাচ্ছে- যুদ্ধ ভুলে মানুষ আবার ছুটে যাচ্ছে শিল্পের টানে, আত্মার কাছাকাছি। আর এই ছুটে চলার ফাঁকেই হয়ে গেল নতুন রেকর্ড। বিশ্বজুড়ে ২০১৪ সালে রেকর্ড পরিমাণ অংকের শিল্পকর্ম কেনাবেচা হয়েছে। আর এই কেনাবেচার জোয়ারে সবচেয়ে বড় শিল্প হাটের মুকুট পরলো চীন।
শিল্পের বাজার নিয়ে গবেষণা করে আর্টপ্রাইস। তারাই জানালো যাবতীয় পরিসংখ্যান। তাদের হিসাবে গতবছর সব মিলিয়ে মোট এক হাজার ৫২০ কোটি ডলারের শিল্পকর্ম কেনাবেচা হয়েছে। ২০১৩ সালের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।
ওই বছর দশ লাখ ডলার বা তার চেয়েও বেশি দামের ছবি বিক্রি হয়েছে ১৬৭৯টি। এক দশক আগের চেয়ে যা চার গুণ বেশি! অর্থাৎ দশকের ব্যবধানে শিল্পের প্রতি মানুষের প্রেমও বেড়েছে চার গুণ। আরও জানা গেল, এক কোটি ডলারের চেয়ে বেশি দাম, গতবছর এমন ছবি বিক্রি হয়েছে ১২৫টি। ২০০৫ সালে সংখ্যাটা ছিল ২৫।
কারা কেনে এত ছবি! এত টাকার ছবি! আর্টপ্রাইস জানাচ্ছে, গ্রেটার চায়না অর্থাৎ মেইনল্যান্ড, হংকং ও তাইওয়ান মিলে গতবছর ছবি কিনেছে ৫৬০ কোটি ডলারের। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একই সঙ্গে বিক্রি হয়েছে ৪৮০ কোটি ডলারের ছবি। আগের বছরের চেয়ে যা ৪১ শতাংশ বেশি। তৃতীয় অবস্থানে নিজেদের আসন পোক্ত করেছেন ব্রিটেন। মোট বিক্রি ২৮০ কোটি ডলার (গতবছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি)।
এর মধ্যে যে কজন শিল্পীর ছবি পরিসংখ্যানের ঘোড়াটাকে ছুটিয়েছে, তাদের মধ্যে একজন হলেন মার্কিন শিল্পী বার্নেট নিউম্যান। গতবছর তার বিমূর্ত ‘ব্ল্যাক ফায়ার-১ (১৯৬১)’ ছবিটি বিক্রি হয় ৮ কোটি ৪০ লাখ ডলারে।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ছবির দামও। চলতি মাসেই গঁগার একটি ছবি বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি ডলারে। আর্টপ্রাইস আশা করছে আর কয়েক বছরের মধ্যেই ১০০ কোটি ডলারের মাইলফলক ছুঁতে পারে কোনও একটি ছবি।
No Comments