।।নূসরাত জাহান।।
১৯৩৬ সালের পর থেকে এতদিন আর হাতবদল হয়নি ছবিটি। গত বৃহস্পতিবার গেল নতুন মালিকের কাছে। লন্ডনে ক্রিস্টিজের নিলামে বিক্রি হলো পল সিজানের “লা এসতাকু এট লা শাতু ডলফ”।
১৮৮৩-১৮৮৫ সালের মধ্যে আঁকা ছবিটি দক্ষিণ ফ্রান্সের একটি টাউনের ল্যান্ডস্কেপ। পাহাড়ের ওপর থেকে শহরটিকে এক ফ্রেমে বেঁধেছেন সিজান। আছে পাইনের সারি। ভূমধ্যসাগরের পাশে মাছ ধরার বন্দরের ছাদে পোড়ামাটির ফলকগুলোও স্পষ্ট। উলম্ব ক্যানভাসে আঁকা ছবিটা যেন আস্ত এক প্রাচীন ফ্রান্সকে ধরে আছে যত্ন করে।
কিছুদিন হলো সুররিয়েলিস্ট আর্ট নিয়ে ভালই কামাচ্ছে বিশ্বখ্যাত দুই নিলামকারী সংস্থা ক্রিস্টি ও সোদবিজ। একই সময়ে ইমপ্রেশনিস্ট ও মডার্ন আর্ট পেইন্টিং থেকে সোদবিজের আয় হয়েছে ৩৬ কোটি ডলার। যার মধ্যে সবার উপরে ছিল ক্লদ মনের একটি ল্যান্ডস্কেপ।
অন্যদিকে বুধবারের শেষে ক্রিস্টিসের মোট বিক্রির পরিমাণ ২৮ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে অর্ধেকই এসেছে বেশকটি সুররিয়েলিস্ট ছবি থেকে। বিক্রির পরিমাণ বাড়ার পেছনে মূল অবদানটা রাখছে এশিয়ার ক্রেতারা। এশিয়ান, বিশেষ করে চীনের ছবি সংগ্রাহকদের কাছে সুররিয়েলিস্ট ছবির চাহিদা বেড়েছে বলে মনে করেন ক্রিস্টিজের ডেপুটি চেয়ারম্যান অলিভার কামু।
এদিকে পল সিজান ছাড়াও বৃহস্পতিবার রাত মাতিয়েছেন স্প্যানিশ সুররিয়েলিস্ট শিল্পী হুয়ান মিরো। ১৯৫০ সালে আঁকা তার ‘উইম্যান, মুন, বার্ডস’ ছবিটি বিক্রি হয় ৩ কোটি ২ লাখ ডলারে।
সূত্র: এবিসি নিউজ
No Comments