গত ৫ মার্চ থেকে ৭ বাংলাদেশী আলোকচিত্রীর বিশ্বমানের অসাধারণ সব আলোকচিত্র নিয়ে ‘ডিফাইং দি ল’জ অব গ্র্যাভিটি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হল লন্ডনের শীর্ষ স্থানীয় মাল্টিকালচারাল আর্টস ভেন্যু রিচ মিক্সে। মেজরিটি ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক, শহিদুল আলম প্রদর্শনীর বিষয়বস্তু উপস্থিত সকলের কাছে উপস্থাপন করেন। বাংলাদেশে আলোকচিত্রীদের যাত্রা এবং বাংলাদেশের একটি দেশ হিসেবে যে কষ্টার্জিত জন্ম ও এখনকার বাংলাদেশ এই সবকিছুই উঠে আসে তার বক্তব্যে। প্রদর্শনীতে বাংলাদেশের আলোকচিত্র জগতের বৈপ্লবিক আন্দোলনের সামনের সারির আলোকচিত্রীদের কাজ স্থান পেয়েছে। তাদের আলোকচিত্রে বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা ফুটে উঠেছে। প্রদর্শনীটি আলোকচিত্র নিয়ে নিরলস কাজ করে যাওয়া বাংলাদেশে গড়ে ওঠা কিছু অসাধারণ প্রতিষ্ঠান তথা উদ্যোগের সাফল্য উদযাপনের একটি উপলক্ষও বটে। এই বিষয়টি অনস্বীকার্য যে পাঠশালা, দৃক, ছবি মেলা (আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব), মেজরিটি ওয়ার্ল্ড (ফটো এজেন্সি) বিশ্বব্যাপী আলোকচিত্র জগতে একটি বিপ্লব সাধন করেছে এবং বাংলাদেশকে বিশ্বদরবারে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছে। বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস এবং আমাদের আলোকচিত্রের বৈপ্লবিক আন্দোলনের সাফল্য উদযাপন উপলক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পাওয়া কাজের আলোকচিত্রীরা হলেন- আবির আব্দুল্লাহ, আনিসুল হক, জান্নাতুল মাওয়া, সরকার প্রতিক, শহিদুল আলম, তাসলিমা আখতার এবং তুশিকুর রহমান।
Warning: Trying to access array offset on value of type bool in /home8/amjahcom/public_html/wp-content/themes/photology-themes/lib/common-function.php on line 907
No Comments